জোটগতভাবে মনোনয়ন হচ্ছে না : ড. কামাল

31

ডেস্কঃ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সময় স্বল্পতার কারণে এখন.  মনোনয়ন না দিয়ে দলীয়ভাবে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় তার সঙ্গে একান্ত বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠক শেষে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, সময় স্বল্পতার জন্য মনোনয়ন জোটগতভাবে দেওয়া হচ্ছে না। আলাদা আলাদা হচ্ছে। পরে বসে এগুলোকে সমন্বয় করা যাবে। প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিক হয়ে যাবে।
ছয়টি আসনে ইভিএম ব্যবহারের নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ঐক্যফ্রন্ট মেনে নিচ্ছে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না মেনে নিলে কী করা যাবে? নির্বাচন তো এ কারণে আমরা বাদ দেব না। তবে ইভিএম নিয়ে আমাদের প্রতিবাদ থাকবে।