বাংলাদেশ কৃষকলীগ সিলেট মহানগর ৮নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে নোয়াপাড়াস্থ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাসভবনে এই ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়। পরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নব গঠিত কমিটির সকলের নাম ঘোষণা করা হবে।
৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দেক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কৃষক লীগ কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। অত্র ওয়ার্ডের যাতে দলের ত্যাগী, নির্যাতিত ও নিবেদন কর্মীরা যেন মূল্যায়ন পায় সেদিকে সকলকে সুনজর দেওয়ার জন্য আহবান জানান তিনি।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল, প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ড ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক কাউন্সিলর ইলিয়াছু রহমান ইলিয়াছ, মহানগর আওয়ামী লীগের সদস্য সুদীপ দে, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, মহানগর কৃষক লীগের সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম, সহ-সভাপতি হোসেন আহমদ, জমসেদ সিরাজ, সহ-সম্পাদক সুয়েব বখত, যুবলীগ নেতা সুজেল আহমদ তালুকদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ড কৃষক লীগের আহবায়ক দুলাল মিয়া (পাশা)।
কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর কৃষক লীগের সমবায় বিষয়ক সম্পাদক মহানগর যুবলীগ নেতা রতীন্দ্র দাস ভক্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ধনুঞ্জয় দাস ধনু, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি বিদ্যুৎ দাস, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাদির খান, ৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন পাল, সাংস্কৃতিক সম্পাদক রতি লাল, সাবেক যুবলীগ নেতা সেলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি