আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম কে জেলহাজতে প্রেরণ করেছে সিলেটের মহানগর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএমকোর্ট)। সোমবার বিকেলে জিআর ৩৯১/২০১৭ নং মামলায় আত্ম সমর্পণ করলে বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ এর নির্দেশ দেন। গত ১৭/১০/২০১৭ইং তারিখে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৪০৬/৪২০/৫০৬ ধারায় সিলেট কোতয়ালী থানায় আসামী সালামের বিরুদ্ধে মামলা নং ২৫ (জিআর ৩৯১/২০১৭) দায়ের করেন জগন্নাথপুর উপজেলা আ্ওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুল হক শেরিন। মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ মোঃ ইয়াছিন ভূইয়া বিপি নং ৭৪৯২০৪৫০৭৪ দীর্ঘ তদন্তের পর আসামী সালামের বিরুদ্ধে গত ৩১ জানুয়ারী অভিযোগপত্র নং ২৯/২০১৭ দাখিল করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন,আব্দুস সালাম একজন প্রতারক প্রকৃতির লোক। বিভিন্ন লোকজনের নিকট হতে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে টাকা পয়সা গ্রহণপূর্বক আত্মসাৎ করাই তাহার একমাত্র পেশা। তার বিরুদ্ধে দিরাই থানার মামলা নং ৩ (জিআর ৮৩/২০১৬) তাং ২/৬/২০১৬ইং ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড, দিরাই থানার মামলা নং ১০ (জিআর ১১০/২০০৯) তাং ১৪/৯/২০০৯ইং ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড, দিরাই থানার মামলা নং ৭ (জিআর-৬৮/২০০৬) তাং ২৭/৮/২০০৬ইং ধারা ১৪৩/৩২৩/৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোড রয়েছে।
আদালত মামলার একমাত্র আসামী সালামের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারী করেন। বাদীপক্ষের আইনজীবী এডভোকেট কামরুল ইসলাম বলেন,বিজ্ঞ সিএমএম আদালত জালিয়াতি প্রতারনার দায়ে আসামী সালামের জামিনের আবেদন বাতিল করে তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন। বর্তমানে সে জেলহাজতে আছে। রাষ্ট্রপক্ষের পিপি সৈয়দ শামীম আহমদ ও মাহফুজুর রহমান এডভোকেট আসামী সালামের জামিন বাতিল করে তাকে জেলহাজতে প্রেরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।