জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার সর্বাধিক পাঠক প্রিয় পত্রিকা “দৈনিক সুনামকণ্ঠ” এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে কেককাটা, আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি শনিবার প্রথমে জগন্নাথপুর পৌরসভা হলে আনন্দঘন পরিবেশে কেককাটা অনুষ্ঠান হয়। পরে ব্যাপক উৎসাহে পৌরসভার সামনে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ রেজাউল করিম রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সজ্জন রাজনীতিবিদ লুৎফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক।
জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও দৈনিক সুনামকণ্ঠ’র জগন্নাথপুর প্রতিনিধি মো.শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর বাজার সেক্রেটারি ও সাবেক কৃতি ফুটবলার জাহির উদ্দিন, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশারফ হোসেন, জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজল, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত প্রমুখ।
এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, তৈয়ব আলী, জগন্নাথপুর বাজার সহ-সেক্রেটারি বিশ্ব বৈদ্য, ইতালি প্রবাসী আলীনুর, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠন দেব, খাদ্য গোদাম সহকারি নিরাঞ্জন সরকার, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড নেতা শাহ জামাল, গীতিকার আলাই মিয়া, সাংবাদিক আফজাল মিয়া, আলী জহুর, আবদুর রহিম, উপজেলা সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।