স্টাফ রিপোর্টার :
শব্দ দূষণ রোধে নগরীতে মোটরসাইকেলে হাইড্রোলিক হর্ণ বন্ধ করতে অভিযানে নেমেছে মহানগর পুলিশ প্রশাসনের ট্রাফিক বিভাগ। বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪৩টি মোটরসাইকেলে শব্দ ও পরিবেশ দূষণকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারকরীদের বিরুদ্ধে মামলা ও তাৎক্ষণিক ভাবে শব্দ দূষণকারী হর্ন অপসারণ করেছে পুলিশের ট্রাফিক বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকলিন চাকমা। তিনি জানান, পুলিশ কমিশনার গোলম কিবরিয়ার নির্দেশে শব্দ দূষণ ও পরিবেশ দূষণ রোধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর বিভিন্ন মোড়ে থাকা ট্রাফিক সার্জেন্টরা মোটরযান আইনের ১৩৯ ধারায় ৪৩ মোটরসাইকেল চালককে এ মামলা দেওয়া হয়। শব্দ দূষণ রোধে এ অভিযান আরও কয়েকদিন চলবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।