দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর (পশ্চিম পাড়া) জামে মসজিদের সীমানা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে হালট ও মসজিদের সীমানা চিহ্নিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের হস্তক্ষেপে সীমানা নির্ধারণে উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন সরজমিন জরিপ করে সীমানা নির্ধারণ করেন। উল্লেখ্য, মসজিদের সীমানা নিয়ে গ্রাম পঞ্চায়েতবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি গ্রামের দুই পক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সীমানা বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়। জরিপে বাজিতপুর পশ্চিমপাড়া মসজিদের দক্ষিণ গার্ডওয়াল ঘেষে সরকারি রাস্তা (হালট) বিদ্যমান রয়েছে।
সরজমিনে তদন্তকালে অভিযোগ কারী দুই পক্ষের লোকজন সহ গ্রামপঞ্চায়েতের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।