ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের আ’লীগ নেতা ও ব্যবসায়ী ফারুক মিয়া হত্যাকান্ডের ঘটনায় আহসান হাবিব (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার গ্রেফতার হওয়া আহসান হাবিবের বিয়ের দিন ধার্য্য ছিল। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের পুরান মৈশাপুর গ্রামের গোলাম কিবরিয়ার পুত্র আহসান হাবিব। বর আহসান হাবিব পুলিশের হাতে গ্রেফতার হওয়ার কারনে কনের পিত্রালয় বরের বাড়ীর সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে।
প্রসঙ্গত আলোচিত ফারুক মিয়া হত্যাকান্ডের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল¬াল আহমদসহ ১০ জনের বিরুদ্ধে সুনামগঞ্জের অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম মজুমদারের আদালতে এ হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রেহেনা বেগম। ফলে আলোচিত ফারুক হত্যাকান্ডের ঘটনায় থানা ও আদালতে দু’টি মামলা দায়ের করা হয়েছে।
আদালতে দায়েরী মামলায় বাদী নিহতের স্ত্রী রেহেনা বেগম আর থানায় রুজু করা মামলার বাদী এসআই অরূপ সাগর হয়েছেন বলে জানাগেছে। ছাতক থানার ওসি আতিকুর রহমান একজনকে আটকের কথা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য আহসান হাবিবকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে আহসান হাবিবকে আদালতে প্রেরন করা হয়েছে।