সত্য ও মানবতার ঈদে আজম মহাসমাবেশ ॥ খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠাই ঈদে আজমের লক্ষ্য ও উদ্দেশ্য

24

জীবন ও আত্মার মুক্তি সাধনের লক্ষ্যে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠাই ঈদে আজমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। মানবরচিত বিধানের আলোকে প্রতিষ্ঠিত রাষ্ট্র ও বিশ্বব্যবস্থাকে দূর করে খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার লক্ষ্যে সবাইকে বিপ্লবী হতে হবে। সত্য ও মানবতা প্রতিষ্ঠায় রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প নেই।
বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে সত্য ও মানবতার ঈদে আজম মহাসমাবেশে বক্তারা এ কথা বলেন।
বিশ্ব সুন্নী আন্দোলন, সিলেট জেলার সভাপতি ইঞ্জিনিয়ার অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে গত বুধবার (২১ নভেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল সাহিত্য ফোরাম, সিলেট-এর সাধারণ সম্পাদক এ এফ এম শহীদুল ইসলাম।
সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিশ্ব সুন্নী আন্দোলন, সিলেট জেলার সহ সভাপতি শাহিন মিয়া, সদস্য সচিব ইঞ্জিনিয়ার হাসান মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ নীরব, যুগ্ম সদস্য সচিব জান্নাত উম্মে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আশরাফুল ইসলাম সজীব, স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব সুন্নী আন্দোলন, সিলেট জেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক নিশাত তাসনিম, নাত শরীফ পরিবেশন করেন আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন, চট্টগ্রাম শাখার সদস্য আলমগীর হোসেন, আল মামুন পলাশ, তানজিনা ইসলাম তিথি, মেহেদী হাসান, ইফতেখার হোসাইন শামীম, রিজান, হাসান, আব্দুল কাইয়ুম প্রমুখ। বিজ্ঞপ্তি