মিজানুর রহমান মিজান
বয়স বাড়ে যত আমার
স্মৃতি জাগায় বার বার
কত সুন্দর শৈশব আসলাম ফেলে।।
নীড় গড়তাম ক্ষণিকের
বিয়ে দিতাম পুতুলের
সংসার সাজাতাম দিনমান খোয়াতাম খেলে।।
কাগজের নৌকা বানিয়ে
জলে দিতাম ভাসিয়ে
কল্পনায় নাইওর যেতাম দুরন্ত ডানা মেলে।।
চলতো মোদের মান অভিমান
মাটির তৈরী পিঠা পায়েস খেতাম পান
দলবেঁধে অভিনয় করতাম জল ঢেলে।।
সেজে বর-বধূ ছিল কত বায়না
সহজে এ স্মৃতি মুছে ফেলা যায় না
সাজানো সংসার ভেঙ্গে দিতাম সন্ধ্যা হলে।।
খেলা শেষ হবে এ ভেবে
অবুজ হৃদয় কেঁদেছে কত নিরবে
নিভু নিভু জীবন প্রদীপ আজ পড়ছে হেলে।।