বেকার বাংলা জুড়ে

36

সৌমেন কুমার

বেকাররা মানুষ নয়, অচ্যুত
বেকাররা আজব জীব,
বেকারদের নাড়ে ইদ্রিস, কুদ্দুস
বেকার মানে নির্জীব,

বাংলা জুড়ে বেকার ঘুরে
কর্মের নাই নিশ্চয়তা,
যদিও সার্কুলার আসে
চান সবে অভিজ্ঞতা,

দরখাস্ত করতে লাগে টাকা
পরীক্ষা হবে ঢাকা,
গরীব সন্তান কেমনে কি করবে
পকেট যাদের হে ফাঁকা,

পচন বাংলার মেরুদণ্ডে,
বেকারের বোঝা গলে,
রাষ্ট্রের নেইতো মাথাব্যথা
বেকারদের নিয়ে খেলে।