শাফায়েত হোসেন
শীত এসেছে পল্লী গাঁয়ে
মুচকি- মুচকি হেসে,
তার আসাতে শিশির জমে
সবুজ দুর্বাঘাসে।
শিশির ঝরে ধানের শীষে
কিংবা সুবজ মাঠে,
খেজুর রসের বেচাকেনা
চলে রাণীর হাটে।
চারিপাশে শিশির ঝরে
সাদা রংটা মেখে,
ফড়িংগুলো সরষক্ষেতে
চলছে এঁকে -বেঁকে।
শীত হেসে যায় আমার দেশে
পড়ে রঙিন শাড়ি,
সূর্যি মামা সাতসকালে
দেয় যে তখন আড়ি।