চিত্তরঞ্জন সাহা চিতু
কচি কচি শিশুরা
স্কুলে যায়,
পিঠে বোঝা বই টেনে
কষ্ট যে পায়।
ব্যাগে থাকে পেন্সিল
তিন হালি খাতা,
কি করে ঠিক থাকে
শিশুদের মাথা।
ওজনটা খুব বেশী
খাতা আর বই,
দুঃখটা বুঝবে
সে মানুষ কই ?
মা বাবা ব্যস্ত
ভোর বেলা ওঠে,
নাস্তাটা সেরে তাই
স্কুলে ছুটে।
খেলাধূলা ভুলে গেছে
সময়টা কই ?
দিনরাত সাথে থাকে
বই আর বই।
ডোরেমন ভালো লাগে
তবু মানা করে,
এত কিছু ছোটদের
মগজে কি ধরে।
শিশু আর শিশু নেই
যেন বই মেলা,
কচি কচি মুখগুলো
বড় অবহেলা।