প্রথম দিনে জমিয়তের মনোনয়নপত্র কিনলেন যারা

102

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। গতকাল (১৩ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রয় উদ্বোধন করেন দলের মহাসচিব শায়খুল হাদীস আল¬ামা নূর হোসাইন কাসেমী।
জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে ২১ টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে।
প্রথম দিনে সুনামগঞ্জ-২ আসনে ফরম ক্রয় করেছেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ।
অন্যান্য আসনে যারা দলীয় মনোনযন ক্রয় করলেন তারা হলেন, সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে মাওলানা এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনে জমিয়ত সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। সিলেট- ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে মাওলানা উবায়দুল¬াহ ফারুক, নীলফামারী- ১ (ডিমলা-ডোমার) আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। নারায়ণগঞ্জ- ৪ (ফতুল¬া-সিদ্ধিরগঞ্জ) আসনে মুফতী মুনির হোসাইন কাসেমী। সিলেট- ৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে মাওলানা শায়খ আতাউর রহমান । কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনের জন্য আলহাজ্ব আতিকুজ্জামান। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল¬াহ) আসনে প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ। চট্টগ্রাম- ৫ (হাটহাজারী-চট্টগ্রাম আংশিক) আসনে মাওলানা নাসির উদ্দীন মুনির। বি-বাড়ীয়া- ২ (আশুগঞ্জ-সরাইল) আসনে মাওলানা জুনায়েদ আল-হাবীব, ঢাকা-৫ (বাড্ডা, রামপুরা, ভাটারা) আসনের জন্য মুফতি মাহবুবুল আলম। গাজীপুর-২ আসনের জন্য মুফতি নাসির উদ্দীন খান। নরসিংদী-৩ (শিবপুর) আসনের জন্য মাওলানা আব্দুর রহিম। নেত্রকোনা-৫ (পুর্বধলা) আসনে প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াহহাব হামিদী। নরসিংদি-২ (পলাশ) আসনে মাওলানা হেদায়াতুল ইসলাম। নেত্রকোনা-৪ সংসদীয় আসনের জন্য মাওলানা রুহুল আমীন নগরী । জয়পুরহাট-১ আসনে মাওলানা বোরহান উদ্দীন। নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া ) আসনে মাওলানা মফিজুর রহমান, বি-বাড়ীয়া-৩ (সদর-বিজয় নগর) আসনে মুফতি ইমরানুল বারী সিরাজী,নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আলহাজ¦ হাফেজ মো: রইছ উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় চলবে। আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীগণ এই তিন দিনের মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তি