দুর্নীতি প্রতিরোধে সামাজিক ঐক্যের বিকল্প নেই – নিরু শামসুন নাহার

44

দুর্নীতি দমন কমিশন দুদক সিলেটের বিভাগীয় পরিচালক নিরু শামসুন নাহার বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক ঐক্যের বিকল্প নেই। সুশৃঙ্খল ও আলোকিত সমাজ গঠনে দুর্নীতি প্রতিরোধ করতে সমাজের সর্বস্তরের মানুষকে কাজ করতে হবে। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন হোক সকলের অঙ্গীকার।
তিনি ১৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সততা স্টোর এর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের উপ-সহকারী পরিচারক মোঃ তাজুল ইসলাম ভূইয়া। বক্তব্য রাখেন নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, উপাধ্যক্ষ সুবল চন্দ্র পাল, কমিটির সদস্য আব্দুল হাই, ডলি আক্তার, রইছ আলী, কলেজের শিক্ষক এম.এ আজিজ প্রমুখ। বিজ্ঞপ্তি