স্টাফ রিপোর্টার :
শহরতলীর বড়শালায় ৩টি প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। গত রবিবার দুপুর ১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
গতকাল সোমবার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা গেছে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে ও ফয়েজুর রহমান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট এর সমন্বয়ে এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় ভেজাল বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে র্যাব-৯। অভিযানে এয়ারপোর্ট থানার বড়শালা এয়ারপোর্ট রোড এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন বিস্কুট ও কেক তৈরী, মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও কেক দিয়ে পুনরায় বিস্কুট ও কেক তৈরী এবং খাবার পানির পাত্রে ময়লা ও নির্দিষ্ট মাত্রায় খনিজ উপাদান না থাকার কারণে গ্রীণ বাংলা বিস্কুট ফ্যাক্টরীকে নগদ ১০ হাজার টাকা, এগ্রো বিস্কুট ফ্যাক্টরীকে নগদ ১১,০০০ /- টাকা জরিমানা এবং মিল্লাত ড্রিংকিং ওয়াটার কোম্পানীকে নগদ ১০,০০০/- টাকা জরিমানাসহ সর্বমোট ৩১,০০০/- টাকা জরিমানা প্রদান করে র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।