আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
গত ১ বৈশাখ থেকে ভাটির জনপদ সুনামগঞ্জের বিভিন্ন হাওরে আবাদকৃত বোরো ফসল কাটার জন্য জমির মালিক ও ধানকাটা শ্রমিকদেরকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন হাওরকন্যা খ্যাত কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট শামীমা আক্তার খানম (শামীমা শাহরিয়ার)। দুটি জেলার দায়িত্বরত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহন করলেও এই মুহূর্তে তিনি তার সাংগঠনিক কার্যক্রম সীমাবদ্ধ রেখেছেন শ্বশুরবাড়ী সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা জামালগঞ্জ ধর্মপাশা তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর ও পাকা ধানের বোরো জমিনে। তার শ্বশুর জামালগঞ্জ উপজেলার ফেনারবাক গ্রামের প্রখ্যাত আওয়ামীলীগ নেতা আলী আমজাদ ১৯৭৯ সালে দিরাই-শাল্লা জামালগঞ্জ আসনে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হিসেবে দোয়াত কলম প্রতীকে জাতীয় একতা পার্টির মনোনিত প্রার্থী সুরঞ্জিত সেন গুপ্ত ও ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনিত প্রার্থী এডভোকেট গোলাম জিলানী চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। একই আসনে মই প্রতীকে আওয়ামীলীগের মিজান গ্রুপ এর মনোনিত প্রার্থী ছিলেন বর্তমান জেলা আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব মতিউর রহমান। যদিও শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র দাখিল করা থেকে বিরত থাকেন।
মুখে সংসদ নির্বাচন নিয়ে কোন কথা না বললেও সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার জনগন মাঠপর্যায়ের নিবেদিত নেত্রী হিসেবে আগামী নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে তার পক্ষেই আওয়াজ তুলেছেন। ধানকাটার শ্রমিকদের কন্ঠেও নৌকা এবং হাওরকন্যা হিসেবে আওয়াজ উঠেছে সর্বত্র। ১ বৈশাখ ধান কাটা উৎসব দিয়ে হাওরে বিশাল কর্মযজ্ঞ শুরু করেন তিনি। একদিকে ধান কাটা, অন্যদিকে উঁচু জমিগুলোতে তরিতরকারীর বীজ বপনে মহিলাদেরকে উদ্বুদ্ধ করা, ফসল কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে বসে ভাত খাওয়া, ধান শুকানো, ধান পরিবহন, করোনা মোকাবেলায় ও লকডাউন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন, সেনা, পুলিশ এর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ, জিও এনজিও প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সহায়তায় প্রদত্ত করোনা ভিকটিমদের খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক কর্মসূচিতে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন তিনি। লাগাতার মানবিক কর্মসূচির অংশ হিসেবে ধর্মপাশা উপজেলায় হাওরে গিয়ে ধানকাটার কাজে নিয়োজিত শ্রমিক ও কৃষকদেরকে স্বাস্থ্যসেবা দিলেন তিনি। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্যসেবার অংশ হিসেবে মেডিকেল টিমের মাধ্যমে উপজেলার ধানকুনিয়া হাওরে ফসল কাটার কাজে নিয়োজিত ধানকাটা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাদেরকে বিনামূল্যে ঔষধপত্র প্রদানের ব্যবস্থা করে দেন তিনি। সুনামগঞ্জের সিভিল সার্জনের প্রেরিত এই ভ্রাম্যমান মেডিকেল টিমের নেতৃত্বে ছিলেন ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ শুভজিত সরকার। এ সময় উপ-সহকারী মেডিকেল অফিসার সন্তোষ চন্দ্র ভৌমিক, উপজেলা স্বাস্থ্য পরিদর্ক ইনসান মিয়া, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলোয়ার হোসেন ও সহ সাধারণ সম্পাদক ডাঃ হুমায়ূন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তিনি ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া হাওরের ১নং পিআইসির কুড়ের পার বেড়িবাঁধ, মহনীপুর বেড়িবাঁধ, পাথরের কুড়, মাতবরের কুড় সহ আরো বিভিন্ন বাধঁ পরির্দশন করেন। এ ব্যাপারে সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম বলেন,জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ধানকাটা শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেয়ার জন্য আমরা আজ ফসলের মাঠে। ধান ঘরে না উঠা পর্যন্ত কৃষকলীগের বিভিন্ন টিমসহ আমরা কৃষকের পাশে আছি এবং শেষ পর্যন্ত থাকবো।