সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
চলমান সরকার বিরোধী আন্ধোলন বেগবান করতে তৃণমূরের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার অংশ হিসেবে গতকাল শুক্রবার অবরোধ চলাকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই-মদনপুর সড়কের সাদিরপুর পয়েন্টের পাশে সাদিরপুর গ্রামবাসীর উদ্যোগে একপথ সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, দেশে একটি অবৈধ সরকারের দুশাসন চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের নামে একাধিক মামলা দিয়ে সরকার ক্ষমতায় ঠিকে থাকার চেষ্টা করছে। রাজপথে নামলে গুলির নির্দেশ দেওয়া হয়েছে। জিয়ার সৈনিকরা তা মেনে নিতে পারে না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে আমি ঘরকে পর করেছি। অবৈধ সরকারের পতন না ঘটিয়ে আর ঘরে ফিরবো না। এর জন্য যদি জীবন দিতে হয়ে দেবো। জেলে যেতে হয় যাবো। তিনি সাদিরপুর গ্রামবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমার সকল নির্বাচনে পাশে ছিলেন। আজকে দেশের এ দুসময়ে আপনারা পাশে থাকবেন সেটা আশা করতে পারি। আমি যেকোন সময় গ্রেফতার হতে পারি, জেলে যেতে পারি। আপনারা আমার অপেক্ষা করবেন না। বেগম খালেদা জিয়ার নির্দেশে রাজপথে থাকবেন। অবৈধ সরকারের হাত থেকে দেশ রক্ষা করতে হবে। শুক্রবার সাদিরপুর পয়েন্টের পাশে তারিফ মিয়ার সভাপতিত্বে এবং এম জাহান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিক, দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক একে কুদরত পাশা, প্রবাসী মুজিবুর রহমান তোতা, ২০ দলীয় জোট দিরাই শাখার সদস্য সচিব ইমরান হোসাইন, দিরাই পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মকসদ মিয়া, দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিএম ফখরুল ইসলাম প্রমুখ।