হাসান মাসুদ
দেশে দেশে ঘুরলাম কতো
মায়ের মত নাই,
মা আমার নাড় ছেঁড়া ধন
শোনো সকল ভাই।
পাখির মত পালক দিয়ে
ঢাকতে দেখি যাকে,
শীতের রাতে স্নেহের ভাজে
রাখতে দেখি তাকে।
তোমার মুখে খাবার তুলে
না খেয়ে যে রয়,
অসুখ হলে রাত জাগাটা
মা ছাড়া কি হয়?
মায়ের মত অমন করে
হাসতে পারে কে?
মায়ের মত অমন ভালো –
বাসতে পারে কে?