কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় শ্রমিকের মৃত্যু, আহত ২

25

কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলনকালে টিলা ধসে আবারো এক পাথর শ্রমিকের মৃত্যু ও দুই শ্রমিক আহতের খবর পাওয়া গেছে। তবে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে মৃতের সংখ্যা আরো বেশী হতে পারে বলেও জানা গেছে। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। রবিবার বিকাল ৫টায় জালিয়ারপার গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে হুশিয়ার আলী, সেবুল মিয়া, ফয়জুর রহমান, আব্দুল গণির ছেলে ইসমাইল আলী, ইব্রাহিম আলী, নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা, জালিয়ারপার গ্রামের আব্দুল আলীর ছেলে সোলেমান মিয়া, নতুন জালিয়ারপার গ্রামের মৃত মফিজ আলীর ছেলে সুরুজ আলী, বাবুল নগর গ্রামের মৃত আরশ আলীর ছেলে সজ্জাদ আলী, নভাগীকান্দি গ্রামের মৃত মজর আলীর ছেলে ইসবর আলীর যৌথ মালিকানাধীন পাথর কোয়ারীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পাথরখেকো হুশিয়ার আলী ও ইসমাইল আলীরা লাশ সরিয়ে ফেলার চেষ্টা করে বলে জানিয়েছেন এলাকাবাসী।
খবর পেয়ে উপজেলা নির্র্বাহী অফিসার বিজেন ব্যানার্জী ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম সাথে সাথে ঘটনাস্থলে পৌছালে লাশ সরিয়ে ফেলার অপচেষ্টা ব্যাহত হয় বলেও জানিয়েছেন এলাকাবাসী।
কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত আমরা এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছি। তিনি হলেন সোনাই মিয়া ওরফে সুনু (২৫)। নিহত সুনু নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার সাতগাঁও গ্রামের ইদ্রিছ আলীর ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী শ্রমিক নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে যাই। একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে আহত দুইজনের নাম ঠিকানা এখনো জানা যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের পাঠানো হয়েছে সেখানেও লোক পাঠিয়েছি। তবে তাদের পাওয়া যায়নি। (খবর সংবাদদাতার)