মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিপক্ষের হামলায় নারী সহ কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার মোজাহিদপুর গ্রামের মইন উদ্দিন (৭০), রুপিয়া বেগম (২৭) ও রুমি বেগম (২৮)। এর মধ্যে গুরুতর আহত রুমি বেগমকে আশঙ্কানজক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জানা গেছে, মোজাহিদপুর গ্রামের মর্তুজ আলী তার ভাতিজা বধূ আমিরুন বেগমকে কু-প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। পরে আবার হামলা করা করা হয়। এ ঘটনায় ভাতিজা বধূ আমিরুন বেগম বাদী হয়ে মর্তুজ আলী সহ ৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে রুফিয়া বেগম ও মইন উদ্দিন সাক্ষী দেন। পুলিশের কাছে সাক্ষী দেয়ার কারণে ৭ নভেম্বর বুধবার প্রতিপক্ষের হামলায় রুপিয়া বেগম সহ ৩ জন আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে-অভিযোগের বিষয়ে যথা সময়ে পুলিশ ব্যবস্থা নিলে দ্বিতীয় বার হামলার ঘটনা ঘটতো না বলে ভুক্তভোগীরা জানান।