মহিউদ্দিন বিন্ জুবায়েদ
হেমন্তে মাঠ ভরা ধান,
দোয়েলের শিস ও গান।
বাতাসে দোলে ধান বাজে বাজনা ,
দেখে তাই কৃষাণীর মন মানে না।
পেকে পেকে ধানগুলি হলো যখন সারা,
ধুম ধাম কাটামাড়ি চলো মেঠো পাড়া।
হেমন্তের শেষ দিকে শীতের প্রকোপ,
ছেঁয়ে যায় সারা গাঁয়ে কুঁয়াশা খুব।
কৃষকের বউ ঝি নতুন ধানগুলি,
ঢেঁকিতে পিষিয়া করে পিঠাপুলি।
সকাল সকাল উঠে চাদর মুড়া দিয়ে,
পিঠা খাওয়া ধুমধাম চলে মেঠো গাঁয়ে।