মেহেদা আক্তার (মামণি)
হেমন্তেরও সবুজ মাঠে
সোনালি ধান হাসে
পিঠেপুলি থাকে ঘরে
আনন্দে মন ভাসে।
হেমন্তেরও গাছে-গাছে
ফুটে কত ফুল
যতন করে মালা গেঁথে
বানাই কানের দুল।
হেমন্তেরও সকালবেলা
হিম কুয়াশায় ঢাকে
লতা-পাতায় শিশিরকণা
সবুজ ছবি আঁকে।
শিশু-কিশোর জোয়ান-বুড়ো
সকালবেলা জাগে
কতরকম পাখির মেলা
ঐ না কুসুম বাগে।