একতরফা নির্বাচন করতে সরকার নেতাকর্মীদের গণগ্রেফতার করছে – জমিয়ত

22

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ এবং সিলেট মহানগর যুব জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ মাহদি হাসান মিনহাজসহ দেশব্যাপী নেতাকর্মীকে পুলিশী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা জমিয়ত। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সভাপতির মাওলানা শায়খ জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান বুধবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, পুলিশ অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছে। বর্তমান সরকার একতরফা নির্বাচন করার যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে জমিয়ত নেতৃবৃন্দ সহ সারাদেশের বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এ থেকে প্রতীয়মান হয় যে, বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নেই। নেতৃবৃন্দ বলেন, আলেম ওলামাদের গ্রেফতার করে হয়রানী করা পরিনাম শুভ হবে না। অবিলম্বে জমিয়ত নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে এক তরফা নির্বাচনের প্রহসনের মাধ্যমে ক্ষমতায় থাকার অপচেষ্টা চালাচ্ছে। সরকারের সব ষড়যন্ত্র, চক্রান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানান। একই সাথে গ্রেফতার অভিযান বন্ধ করে সারা দেশে জমিয়তে উলামায়ে ইসলাম ও যুব জমিয়তের নেতৃবৃন্দ সহ গ্রেফতারকৃত নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি