শাহপরানের মুরাদপুরে সাড়ে ১৮ লাখ টাকার চোরাই মোবাইলফোনসহ গ্রেফতার ২

14
র‌্যাবের অভিযানে অবৈধভাবে বাংলাদেশে আনা ভারতীয় মোবাইল চোরাচালানকারী আটক ও উদ্ধারকৃত মোবাইল এবং প্রাইভেটকার।

স্টাফ রিপোর্টার :
শহরতলীর মুরাদপুর থেকে সাড়ে ১৮ লাখ টাকার চোরাই মোবাইলফোন উদ্ধারসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত রবিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, নগরীর শাহজালাল উপশহর এলাকার মৃত আব্দুল বছিরের পুত্র বুখাইর আহমেদ (২৯) ও শাহপরান থানার মো: আব্দুল মতিন সোহেলের পুত্র মো: পলাশ আহমেদ (২৯)।
র‌্যাব-৯ জানায়, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনি. এএসপি নাহিদ হাসান ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর সমন্বয়ে গঠিত সদর কোম্পানীর একটি আভিযানিক দল শাহপরাণ থানার মুরাদপুর এলাকা থেকে চোরাচালানকারী বুখাইর আহমেদ ও মো. পলাশ আহমেদকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৭১ টি চোরাই মোবাইল ফোন ও চোরাচালান পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধার ও জব্দ করে। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত অসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে ১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শাহপরাণ থানায় হস্তান্তর করেছে ।