কে এম লিমন গোয়াইনঘাট থেকে :
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মাঠে কাজ করছে পুলিশ। গত এক বছরে শুধু ১১৮টি মাদক মামলায় দেড়শ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভারতীয় তীর খেলা নামক জুয়া ও চোরাচালান মামলায় আরও অর্ধশত আসামীকে গ্রেফতার করা হয়। এসব কিছু সম্ভব হয়েছে থানার ওসি আব্দুল জলিল ও তার সহকর্মীদের কারণে। তিনি গত এক বছরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধারের পাশাপাশি চোরাচালান রোধে ভূমিকা রাখছেন। ফলে আগের তুলনায় সীমান্তবর্তী জণপদে গোয়াইনঘাটে কমে আসছে চোরাচালান ও মাদকের বিস্তৃত। থানা পুলিশের তথ্য মতে, গত বছরের ২৭ মে থেকে গত ১৭ জুলাই পর্যন্ত প্রায় ১০ মাসে গোয়াইনঘাট থানায় ১১৮ টি মাদক মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ১৪৪ জনকে। এছাড়া ১৫ টি ভারতীয় তীর (জুয়া) খেলার মামলায় ২৬ জন ও ৭টি চোরাচালান মামলায় আর ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়াও নিয়মিত মামলার ৩৪৭ জন ও ৭ জন মাদক সেবীকে আটকের পাশাপাশি জিআর ৪৯১ জন এবং সিআর ৩১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিল করেছে থানা পুলিশ। গত বছরের ২৭ মে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর মো. আব্দুল জলিল মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং সাজাপ্রাপ্ত আসামি আটকসহ গ্রেফতারি পরোয়ানা তামিলের কারণে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হন। গত ১৭ জুলাই বুধবার সিলেট পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ওসি আব্দুল জলিলকে পুরস্কৃত করা হয়। সভায় সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন (পিপিএম) পুরস্কার হিসেবে তার হাতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
এ ব্যাপারে ওসি মো. আব্দুল জলিল সাংবাদিকদের জানান, দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে সুন্দর আগামীর প্রজন্ম উপহার দিতে সমাজ থেকে মাদক নির্মূলে গোয়াইনঘাটেও একই নীতিতে কাজ করছে পুলিশ। আগামী দিনগুলোতে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম) এর দিক নির্দেশনায় মাদক নির্মূল ও তীর নামক ভারতীয় জুয়া খেলা বন্ধসহ সমাজের সব ধরণের অপরাধ দমনে গোয়াইনঘাটের থানা পুলিশি আরও সক্রিয় ভাবে কাজ করে যাবে বলে তিনি জানিয়েছেন। গোয়ানঘাট সদরের ব্যবসায়ী বেলাল আহমেদ জানান, সীমান্ত জনপদ গোয়াইনঘাটে মাদকের ভয়াল থাবা ও তীর নামক জুয়া খেলা অনেকটাই হ্রাস পেয়েছে। সীমান্ত জনপদ গোয়াইনঘাটে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলে উপজেলাটি মাদক ও জুয়ামুক্ত হতে সময় লাগবে না।