সিলেট সদর উপজেলায় অর্থমন্ত্রণালয়ের অধীনে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর উদ্যোগে অনগ্রসর প্রতিবন্ধী জনগোষ্ঠির জন্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার সভাপতিত্বে সোস্যাল মার্কেটিং অফিসার মো. আরিফুলের হকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় ছিলেন।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে আশফাক আহমদ বলেন, ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে অনগ্রসর জনগোষ্ঠিকে এগিয়ে নিতে হবে। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠিকে পেছনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এই জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আজহারুল কবির, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রাশিদুল ইসলাম, সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান সামছু, হরিজন সম্প্রদায়ের সুমিত দে, বেদে পল্লীর প্রতিনিধি ফাহিম আহমদ, বন্ধু সোসাইটির মুক্তা হিজরা প্রমুখ। বিজ্ঞপ্তি