বিশ্বকাপ ট্রফিকে ঘিরে সিলেটে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

32
আইসিসি বিশ্বকাপ ট্রফি সিলেট আসলে ট্রফির পাশে মেয়র আরিফুল হক চৌধুরী ও বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল।
আইসিসি বিশ্বকাপ ট্রফি সিলেট আসলে ট্রফির পাশে মেয়র আরিফুল হক চৌধুরী ও বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল।

স্টাফ রিপোর্টার :
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আরেকটি আসর বসবে আগামী বছর। এর আগে বিশ্বকাপ ট্রফি ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছে। এই ট্যুরে ট্রফিটি এখন বাংলাদেশে। শুক্রবার সিলেটে ক্রীড়াপ্রেমীদের জন্য উন্মুক্ত রাখা বিশ্বকাপ ট্রফি। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল উচ্ছ্বাস।
কড়া নিরাপত্তায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে সবার জন্য উন্মুক্ত রাখা বিশ্বকাপ ট্রফি। সুবিধাবঞ্চিত শিশুদের ট্রফিটি দেখার সুযোগ করে দেয় ইউনিসেফ। এছাড়া সাধারণ ক্রিকেটপ্রেমীদের ভিড়ও ছিল ক্রিকেটের সর্বোচ্চ আসরের ট্রফিটি দেখতে।
বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তুলতেই বেশি আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের।
বিকাল ৪টা পর্যন্ত ট্রফিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
ট্রফি দেখতে স্টেডিয়ামে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়া সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখও স্টেডিয়ামে ছিলেন।
প্রসঙ্গত, বিশ্বকাপ ট্রফি আগামীকাল শনিবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রদর্শন করা হবে। সবমিলিয়ে পাঁচ মহাদেশের ২১টি দেশের ৬০ শহরে ঘুরবে বিশ্বকাপ ট্রফি।