স্বপ্নময় সময় শেষে

10

রফিকুল ইসলাম

সময়গুলো চলে যায় ঠিকানাহীন অনেক দূরে
নিয়ে যায়, সোনালি রঙের সহস্র সকাল,
পান-চুন খেলার গোপন উচ্ছ্বাস, ঝলমলে হাসির
আগামী দিনের বিন্যস্ত সুখের বিকাল ।
প্রান্তিক বিকেলের আবির মাখানো নেমে আসা
মায়াবী সন্ধ্যা ,
আর সোহাগী রাতের উষ্ণ অনুভবে স্বপ্নময়
জীবন গল্পের এক টুকরো প্রত্যাশা।
পড়ে থাকে কিছু চাওয়া পাওয়া খণ্ডকালের পথে
অপ্রাপ্তির প্রতিশ্রুতির আলুথালু অবশেষ
রোদ্রোজ্জ্বল স্মৃতিগুলো অগম্য অতীতের কাছে
মহাকাল গ্রাসে নিঃশব্দে হারিয়ে গেছে,
ডানায় রোদের গন্ধ আর স্বপ্নের সুবাস মেখে
সোনালি চিল উড়ে যায় শেষে ।
অবিন্যস্ত অপরাহ্নে বিষণ্নতায় আচ্ছান্ন করে
থেঁতলানো কল্পনার নিষ্ফল চিৎকার,
সময়ের মায়াজালে কুয়াশায় ঝাপসা হয়ে আসে
আলোকিত নক্ষত্রের রূপালি আকাশ
শেষহীন রাতে নীরবে ঝরে পড়ে শীতের তুষার।
সময়ের অদৃশ্য গ্রন্থিতে গোলাপের পাপড়িগুলো
দেখে না কেউ কবে কবে ফুটে ঝরে পড়ে ,
আত্মবিগলিত সুরে একান্ত গোপন কথাটি আর
বলেনা কেউ কোন এক অবসরে।