মহানগর বিএনপির প্রথম কর্মসূচিতে নতুন কমিটির অনেকেই অনুপস্থিত

43

স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগর বিএনপি’র ৩৩ সদস্যের নতুন আহবায়ক কমিটি অনুমোদনের ২৪ ঘণ্টার মাথায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে মাঠে নামেন নবঘোষিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ-সমাবেশ জেলা বিএনপির সঙ্গে যৌথভাবে পালন করে নব ঘোষিত মহানগর বিএনপি। সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নবনিযুক্ত আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বদরুজ্জামান সেলিম, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, মিফতাহ সিদ্দিকী, রেজাউল হাসান কয়েস লোদী, হুমায়ুন কবির শাহীন, ডাঃ নাজমুল ইসলাম, এডভোকেট নোমান মাহমুদ, এমদাদ চৌধুরী, আহাদুস সামাদ চৌধুরী, মাহবুব চৌধুরী, হাদিয়া চৌধুরী মুন্নী, সৈয়দ নেহাল, সৈয়দ তৌফিক, সৈয়দ মিসবাহ প্রমুখ। কিন্তু অভিষেক কর্মসূচিতে অংশ নেননি নতুন কমিটির এক ডজনেরও বেশি নেতা। এদের মধ্যে আহবায়ক কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী, সদ্য সাবেক সভাপতি এমএ হক, সদ্য সাবেক সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, সদ্য সাবেক সহ সভাপতি অধ্যাপক মকসুদ আলী, সদ্য সাবেক  সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদ্য সাবেক যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক, সদ্য সাবেক কোষাধ্যক্ষ ফরহাদ চৌধুরী শামীম, সদ্য সাবেক প্রচার সম্পাদক ওমর আশরাফ ইমন, সৈয়দ মঈনুদ্দিন সুহেলসহ অনেকেই মিছিল-সমাবেশে ছিলেন না। নব ঘোষিত মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির এক ডজন নেতার অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছে। কেউ কেউ বলছেন, বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী যে কমিটি অনুমোদন করিয়েছেন তার সঙ্গে বিএনপির তৃণমূল নেতাকর্মীর কোনো সম্পর্ক নেই।