গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, বাংলাদেশ আজ বিশ^ দরবারে উন্নয়নের অগ্রযাত্রার রোড মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশে^ অনেক দেশ বাংলাদেশের শিক্ষায় উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের রোড মডেল হিসেবে অনুকরণ করছে। এর নামই বাংলাদেশ বদলে গেছে উন্নয়নের রোড মডেলে। আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, মাছ উৎপাদনে বিশে^ ৪নং স্থানে, সবজি উৎপাদনে ২নং স্থানে, ৪ কোটি মেট্রিকটন চাল উৎপাদন করে সাড়ে ১২ কোটি খাদ্য আমরা মজুদ রাখতে পারি, আর এ সকল কিছুই উন্নয়নের অগ্রযাত্রা। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই জনগণের নিরাপত্তা, শিক্ষা ও উন্নয়নের কথা বিবেচনা করে নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলশ্র“তিতে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। শুক্রবার দুপুরে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে নজির স্থাপন করেছে। আগামী প্রজন্মকে আধুুনিক যুগের জ্ঞান শিক্ষার মাধ্যমে সু-শিক্ষিত করে গড়ে তুলতে আওয়ামীলীগ সরকার দৃঢ় প্রত্যয়ী। তিনি বলেন, আমরা এখন আর ফকিরের জাতি না, ভিক্ষুকের জাতি না। গত বছর ৩ বার বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু এদেশের একটি মানুষও না খেয়ে মরেনি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রতি বছর ভর্তুকির জন্য সাড়ে ১২ লাখ মেট্রিকটন চাল মজুদ রাখা হয়। আগে আমরা রিলিফের চাল অন্য দেশ থেকে গ্রহণ করতাম কিন্তু এখন আমরা অন্য দেশে রিলিফ প্রদান করে থাকি। এসবই শেখ হাসিনার সরকারের জন্য সম্ভব হয়েছে। গোলাপগঞ্জ উপজেলাবাসীর জান মালের নিরাপত্তার কথা চিন্তা করে এই ফায়ার সার্ভিস নির্মাণ করা হয়েছে। উপজেলাবাসীর দীর্ঘদিনের সেই আশা আকাঙ্খা ছিল একটি ফায়ার সার্ভিস। সিলেট-জকিগঞ্জ সড়কের দাঁড়িপাতন এলাকার ওই ফায়ার সার্ভিস স্টেশন নির্মান কাজের খরচ হয়েছে ১ কোটি ৮৭ লাখ টাকা, সবমিলিয়ে খরচ হয়েছে দুই’কোটি টাকার উপর। তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আপনার আগামীতে নৌকা মার্কায় ভোট দিন। মন্ত্রী গতকাল শুক্রবার সকাল ১০টায় টিকরবাড়ী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহমদ রাসেলের দানকৃত ভূমিক উপর নির্মাণ করা ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল,সিলেট বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনের পরিচালক তনয় বিশ^াস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ। এ সময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিন মনি শর্মা, সিনিয়র স্টেশন অফিসার শিমুল মোহাম্মদ রফিসহ ফায়ার সার্ভিসের ৩০ জন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গোলাপগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সেলিম হাসান কাওছার, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ফজলুল হক শিবলী, এনামুল হক এনাম, জাহেদুর রহমান জাহেদ। এছাড়া নব-নির্বাচিত পৌর মেয়রের সমর্থক এবং পৌর ও উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় মন্ত্রী রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নব-নির্মিত চার তলা বিশিষ্ট এক তলা ভবনের উদ্বোধন করবে। ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের গভর্ণিং বডির সভাপতি মিজানুর রহমান চৌঃ রিংকু। এ সময় ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া বিকালে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে বিদ্যুৎ উপ-কেন্দ্রের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ এমপি। বিকাল ৩টায় ৮ কোটি টাকা ব্যায়ে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের নালিউরিতে নব-নির্মিত গোলাপগঞ্জ ০৩ বিদ্যুৎ উপ-কেন্দ্রের এ উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ মিসবাহ, সাংবাদিক অজামিল চন্দ্র নাথ ও পল্লী বিদ্যুৎ-১ কর্মকর্তা এবং উপজলোর আ’লীগের নেতৃবৃন্দ উপস্থতি ছলিনে।