বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত – মাহমুদ উস সামাদ এমপি

33

সিলেট-৩ আসনের এম.পি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি ধর্মীয় উৎসবগুলো নিবিঘেœ সব ধর্মের লোক পালন করতে পারেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সনাতন ধর্মীদের শারদীয় দুর্গোৎসব পালনের জন্য সব ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। এই ধারাবাহিকতায় প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে এবারও শারদীয় দুর্গোৎসব সারাদেশে শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। সিলেট-৩ আমার নির্বাচনী এলাকার ৩টি উপজেলায় প্রায় ৯০টি পূজা মন্ডপ ছিল। সিলেট-৩ নির্বাচনী এলাকায় চিরাচরিত রীতি অনুযায়ী সনাতধর্মীরা লোকেরা উৎসব আনন্দের মধ্য দিয়ে দুর্গাপূজা পালন শেষে আজ প্রতিমা বিসর্জন দেয়ার মধ্যে উৎসব শেষ হলো।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১৯ অক্টোবর শুক্রবার বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জবাজার খেয়াঘাটে কুশিয়ারা নদীতে ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারস্থ সামাদ প্লাজা প্রাঙ্গণে কুশিয়ারা নদীতে পৃথক পৃথক প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হক, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিলেট ল’ কলেজের অধ্যাপক এডভোকেট শোয়েব আহমদ, বালাগঞ্জ থানার ওসি এস.এম জালাল উদ্দিন, ওসমানী নগর থানার ওসি মামুন আহমদ, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাশ, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত পাল, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, রজত কান্তি দাশ, অমল দেব, সুশান্ত, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান রুমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি বদরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, বিজন দেবনাথ প্রমুখ। বিজ্ঞপ্তি