শরীফ সাথী
ষড়ঋতুর স্বর্ণ ফলা
হেমন্তকাল জানে,
গ্রাম বাংলায় পার্বন এলে
বলতে কথা কানে।
সবুজ হাসির সুখের ছোঁয়া
ঝরে সর্ব খানে,
নদীর জলে মাঝির দলে
আনন্দে দাঁড় টানে।
মেঠো পথের সরু মাঠের
সকল বামে ডানে,
পাল¬া দিয়ে ধান কাটানোর
তাকাও দৃশ্য পানে।
গাছে গাছে মুখরিত
পাখির নানা গানে,
হেমন্তের এই মধুক্ষণে
গোলা ভরে ধানে।
চাঁদের আলোয় স্বর্ণালী ধান
জ্বলে গো উঠানে,
বউ দিদিরা হেঁসিল পারে
ঢেঁকিতে ধান ভানে।
আলো চালের সাদা আটা
করতে গো সমানে,
রাত্রী জেগে পড়শিরা সব
গড়তে রুটি ছানে।
সারা বাংলার পাড়া ঘরে
ভরে পিঠার ঘ্রাণে,
নতুন মিঠা হরেক পিঠা
তৃপ্তি আনে প্রাণে।
হৈ হুলে¬াড় আনন্দ সব
কিশোর কলতানে,
গরম পিঠা’র সজিবতা
হেমন্ত-কাল আনে।