উৎকোচ গ্রহণের অভিযোগে দুদক কর্মচারী বরখাস্ত

42

স্টাফ রিপোর্টার :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান অফিস সহকারী মো. মাহবুব উল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুর্নীতির অভিযোগ থেকে বাঁচিয়ে দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে অনৈতিকভাবে উৎকোচ নেওয়ায় অভিযোগে বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে সব অভিযোগ পূর্ণাঙ্গ তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অভিযোগ রয়েছে- মাহবুব উল্লাহ নিজেকে কমিশনের তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করে অবৈধ সুযোগ নিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন।
এমন অভিযোগের প্রাথমিক প্রমাণের পরিপ্রেক্ষিতে দুদকের এক সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে দুদক সিলেটের উপ পরিচালক রেবা হালদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার মুঠোফোনে কল দিলেও রিসিভ না হওয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।