মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে নগরীর একটি হোটেলে। ঐতিহ্যবাহী রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল আয়োজিত জনগুরুত্বপূর্ণ সভায় প্রধান আলোচক ছিলেন বিভাগীয় তথ্য অফিস সিলেটের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি। সম্মানিত আলোচক হিসেবে মাদকের কুফল সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ সাইফুল্লাহ ও আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।
আলোচকরা বলেন, মাদকের ভয়াবহ থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। এজন্য সামাজিক উদ্যোগ প্রয়োজন। আরসি সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সুরমা জোনের এসাইন এসিসট্যান্ট গভর্ণর রোটারিয়ান পিপি নিরেশ চন্দ্র দাস, রোটারী ক্লাব অব সুরমার প্রেসিডেন্ট ও দক্ষিণ সুরমা কলেজের প্রিন্সিপাল সামছুল ইসলাম। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমান, রোটারিয়ান পিপি মো. সিদ্দিকুর রহমান, রোটারিয়ান পিপি হুমায়ূন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাস, রোটারিয়ান পিপি জিয়াউল হক, রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি ড. শহীদুল ইসলাম এডভোকেট, রোটারিয়ান আইপিপি সাব্বির আহমদ প্রমুখ। অতিথিদের ফুল দিয়ে বরণ ও গিফট প্রদান করেন ক্লাব সেক্রেটারী রোটারিয়ান বিকাশ কান্তি দাস, রোটারিয়ান মোহাম্মদ সামছুদ্দিন, রোটারিয়ান তাজুল ইসলাম হাসান, রোটারিয়ান আহমেদ রশীদ চৌধুরী। অনুষ্ঠানে বিভাগীয় তথ্য অফিসের সৌজন্যে মাদকের ভয়াবহতা সম্পর্কিত সচেতনতামূলক তথ্য চিত্র প্রদর্শন করা হয়। প্রোগ্রামে রোটারেক্ট ক্লাব অব সিলেট সেন্ট্রাল ও সিলেট হিলসিটির রোটারেক্টগণ সহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ক্লাবের ১৪তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় লো-কস্ট হাউজিং, ২৩তম কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি, ওয়ার্ল্ড পোলিও ডে, দি রোটারী ফাউন্ডেশনসহ ক্লাবের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি