মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান ॥ বিএনপি ঘোষিত ৭ দফার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে

66

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদানপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৭ দফার আলোকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হলে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যবস্থার কোন বিকল্প নেই। বর্তমান সরকার জনরায়কে ভয় পায় বলেই সংসদ বহাল রেখে, সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা ভোগ করে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পায়তারা করছে। কিন্তু বিএনপির নেতৃত্বে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে ৭ দফা বাস্তবায়ন করেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিবে।
৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দরা উপরোক্ত কথাগুলো বলেন।
বিক্ষোভ সমাবেশ শেষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদানকালে মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েছ লোদী, আব্দুস সাত্তার, জিয়াউল হক জিয়া, সামিয়া বেগম চৌধুরী, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মহানগর বিএনপির উপদেষ্টা সৈয়দ বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, আলী হোসেন বাচ্চু, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা ইয়াসমিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ শিলু, স্বাস্থ্য বিষয়ক ডা. আশরাফ আলী, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিগার সুলতানা ডেইজি, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, উপ কোষাধ্যক্ষ শেখ মো. ইলিয়াছ, সহ মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জামান রুজি, রোহেনা খানম মুক্তা, রিনা বেগম, ফরিদা বেগম, সাবিয়া বেগম, কলিন বেগম, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুর রহমান খোকন, সহ শিশু বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন, সহ সমাজকল্যাণ সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সহ যোগাযোগ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ্র, সদস্য এম. মখলিছ খান, মওদুদুল হক, আব্দুস সোবহান, শফিক নুর, সালাউদ্দিন, পিয়ার খান, ২২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন, ২৭নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি লুৎফুর রহমান, কামাল আহমদ, যুবদল নেতা মাছুম ইবনে রাজ্জাক রুমেল, সাবেক ছাত্রদল নেতা মির্জা সম্রাট, কয়েছ আহমদ, ইছহাক আহমদ, আমজাদ পারভেজ, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাছিব, মহানগর হকার্স দলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক খোকন ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সুমন আহমদ, ছাত্রদল নেতা মঈন খান, ফাহিম বক্স শিপু, সুমন আহমদ, শিপু হাসান, নাহিদ আহমদ, তাহসিন আহমদ, নাকিব খান, শরীফ চৌধুরী, রুবেল আহমদ, এমদাদ আহমদ, সুমিত দে, সনি আহমদ, আবিদ আহমদ, মান্না আহমদ, মিনহাজ আহমদ, সুমন আহমদ, তাজুল ইসলাম, সাফকাত আহমদ মুন, ফাহিম আহমদ, জাহেদ আহমদ, রবিন আহমদ, সাব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি