জেড. এম. শামসুল :
অগ্নি ঝরা ২০ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানী বাহিনীর নির্মমতার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠে সমস্ত ঢাকাসহ দেশবাসী। আন্দোলন সংগ্রামে মুখরিত হয়ে উঠে রাজপথ। এদিন ঢাকাসহ সারাদেশে বের হয় শোক মিছিল। বঙ্গবন্ধুর নির্দেশে অসহযোগ আন্দোলন অব্যাহত থাকে। এই দিনও বঙ্গবন্ধুর সাথে প্রেসিডেন্ট হাউসে জেনারেল ইয়াহইয়ার বৈঠক হয়। এদিনও বঙ্গবন্ধু তার গাড়ীতে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা ও কালো পতাকা উড়িয়ে প্রেসিডেন্ট হাউসে যান। তার হাতে ছিল শোকের প্রতীক কালো কাপড় বাধা। এদিকে জয়দেবপুরে পাকিস্তানী বাহিনীর হাতে নিহতদের প্রতিবাদের ঝড় উঠে। এদিনও বঙ্গবন্ধুর সাথে ইয়াহইয়ার একাধিক বৈঠক হয়। এদিন ছাত্র সংগ্রাম পরিষদের সাথে বৈঠকে আন্দোলন সংগ্রাম সহ স্বাধীনতা যুদ্ধের লক্ষ্যে প্রস্তুতি নেয়ার জন্য আলোচনা হয়।