কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে শিক্ষক দম্পতি সহ তাদের শিশুপুত্র কে মারধর, গালিগালাজের ঘটনায় কানাইঘাট থানায় গত মঙ্গলবার অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায় কানাইঘাট পৌরসভার নয়াখলা গ্রামের মৃত নরেন্দ্র চন্দ্র দাসের পুত্র বীরদল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্মল চন্দ্র দাস (৩৫) ও তার স্ত্রী ফাটাহিজল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ঝুমা রানী দাস (২৬) সহ তাদের শিশু বাচ্চা সহ পরিবারের লোকজনদের একই বাড়ীর রবিন্দ্র কুমার দাসের পরিবারের লোকজন শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছিল। গত রবিবার সকাল ৮টার দিকে এনিয়ে শিক্ষক নির্মলের বাড়ীতে সালিশ বিচার চলাকালে রবিন্দ্র কুমার দাসের পুত্র দুলন কুমার দাস (২২) সনজু কুমার দাস (২৪) রনজু দাস (২৭) সহ তাদের পরিবারের লোকজন হামলা চালিয়ে শিক্ষক নির্মল চন্দ্র কে চাকু দিয়ে আঘাত করে কপালে রক্তাক্ত জখম এবং তার স্ত্রী শিক্ষিকা ঝুমা রানী দাস ও তাদের শিশুপত্র অদ্বৈত্য দাস নির্জয় (৩) তার দাদী জয়ন্তী রানী দাস (৬০) কে মারধর করে। আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষক দম্পতিকে মারধরের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির নেতা আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ থানার ওসি আব্দুল আহাদের সাথে সাক্ষাৎ করেন। তিনি তদন্ত পূর্বক এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে শিক্ষক নেতৃবৃন্দের আশ্বস্থ করেন।