৩৬ ওমরা এজেন্সিকে শোকজ

4

কাজিরবাজার ডেস্ক
জাতীয় হজ্ব ও ওমরা নীতি-নির্দেশনা উপেক্ষা করে ৫শ’র বেশি ওমরা যাত্রী পাঠানো ও তাদের কেউ কেউ দেশে ফিরে না আসার অভিযোগে ৬৩ ওমরা এজেন্সিকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়, জাতীয় হজ্ব ও ওমরা নীতি (২০১৮ নং- ২১.২.৩ ও ২১.২.৪ )-এর নির্দেশনা উপেক্ষা করে কিছু প্রতিষ্ঠান ওমরাহর নির্ধারিত কোটা ৫শ’র অধিক যাত্রী পাঠানো এবং কোন কোন প্রতিষ্ঠানের ১ হতে ৪৮ জন পর্যন্ত ওমরা যাত্রী বাংলাদেশে ফেরত না আসার অভিযোগ পাওয়া যায়।
ওমরা এজেন্সির এমন কার্যকলাপের জন্য বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে এবং ওমরা ব্যবস্থাপনা কার্যক্রম দারুণভাবে বিঘিœত হচ্ছে। এমতাবস্থায়, নির্দেশনা উপেক্ষা করে সরকারের কোনরুপ অনুমোদন ব্যতিরেকে নির্ধারিত কোটার অতিরিক্ত ওমরা যাত্রী প্রেরণ এবং কোন কোন প্রতিষ্ঠান কর্তৃক ন্যূনতম ১ জন হতে ৪৮ জন পর্যন্ত ওমরা যাত্রী বাংলাদেশ ফেরত না আসা সংক্রান্ত বিষয়ে তার এজেন্সির ব্যাখ্যা উপস্থাপনসহ কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এর আগেও এ ধরনের অভিযোগের দরুন সৌদি আরব চরম প্রতিক্রিয়া দেখিয়ে এক বছরেরর জন্য ওমরা হজ্বের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এতে দেশের অন্তত শতাধিক হজ্ব এজেন্সির বিরুদ্ধে আদম পাচার ও জালিয়াতির অভিযোগে ওঠে।