ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে হত্যার স্বপ্ন দেখছিল ————— অধ্যক্ষ সুজাত আলী রফিক

19

সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক সুজাত আলী রফিক বলেছেন, ঘাতকরা ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশকে হত্যার স্বপ্ন দেখছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র বিফল হয়েছে। আজ দেশের প্রতিটি ঘরে ঘরে মুজিব সৈনিকরা জন্ম নিয়েছে। বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য আল্লাহ’র রহমত হিসেবে এদেশে জন্ম নিয়েছিলেন। তাঁর জন্ম না হলে পাকিস্তানের নির্যাতন, নিপীড়ন আজো আমাদেরকে তাড়িত করতো। বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাঙালি জাতি পরিচিত হতো না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছোট বেলা থেকেই মানুষের কথা ভাবতেন। তার সেই চিন্তা চেতনা নিয়ে তারই কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য হাজারও ঝুঁকি নিয়ে কাজ করছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৪ আগষ্ট শনিবার রাতে মদিনী মার্কেটস্থ কার্যালয়ে সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান কবিরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ফয়সল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার ফজলুর রহমান, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশ্রব আলী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আখতার হোসেন, সাদিকুর রহমান, রাছুল হক, নূর ইসলাম, যুবলীগ নেতা মোয়াজ্জিন হোসেন, মোঃ কুতুব উদ্দিন, মোঃ নিজাম উদ্দিন, জুবায়ের আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, নুরুল আমিন খোকু, মনির উদ্দিন, ময়নুল, মাসুদ আহমদ লেবু, নূর আলী, আবুল হোসেন, আহমদ, এখলাছ, আব্দুস শহীদ, মোঃ সাদ উদ্দীন, নুরুল আমিন, মোঃ মখদ্দস আলী, উপজেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক হেলাল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আল-আমীন, মোঃ জুবায়ের আহমদ, রুহুল আলীন শাওন, গোলাম হোসেন, সালমান, আবুল, সাঈফুল, সাকিল, মান্না, পারভেজ। বিজ্ঞপ্তি