আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকে কম্পিউটারে রিংটোন ব্যবসার আড়ালে পর্ণোগ্রাফী আপলোড-ডাউনলোড ও মেমরী কার্ডের মাধ্যমে সরবরাহ করার অপরাধে ব্যবহৃত কম্পিউটারসহ ১৪জনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। বুধবার দিনব্যাপী ছাতক, গোবিন্দগঞ্জ ও জাউয়াবাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ ও ছাতক শহর থেকে পর্ণোগ্রাফী আপলোড-ডাউনলোড ও মেমরী কার্ডের মাধ্যমে সরবরাহ করার অপরাধে জুনেদ আহমদ (২৪), ওলিউর রহমান (৩০), আফজাল আহমদ (২০), তারেক আহমদ (২২), নুর উদ্দিন (২৫), বাদশা মিয়া (২২), রিপন মিয়া (২০), আনোয়ার হোসেন (২০), আবির সরকার (২২), রনজিত রবি দাস (২০), তোফায়েল আহমদ (১৯), আমির হামজা (২০), আরমান হোসেন (২০) ও এলিম আহমদ (২০) গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীদের অভিযোগ কম্পিউটারে রিংটোন ব্যবসার আড়ালে তারা নীল ছবি বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। উঠতি বয়সের যুবক-যবতী ও স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা নীল ছবি মোবাইলের মেমোরী কার্ডে লোড নিতো এসব কম্পিউটার ব্যবসায়ীদের কাছ থেকে। ফলে নৈতিক অবক্ষয়ের পাশাপাশি যুবসমাজ বিপথগামী হয়ে পড়েছিল বলে স্থানীয়দের অভিযোগ। এ ব্যাপারে এসআই শামীম আকঞ্জী বলেন, আটককৃতদের ১৪জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।