সিলেট জলারবন রাতারগুল সোয়াম ফরেস্ট বনবিভাগ কতৃক পুর্ব মহিষখেড় এলাকাবাসীর উপর মিথ্যা মামলা পত্যাহার ও পুলিশি হয়রানির বন্ধের দাবিতে ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের পূর্ব মহিষখেড় গ্রামবাসী মহিলাদের মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে মহিলারা বলেন, রাতারগুল সোয়াম ফরেস্ট বনবিভাগ কতৃক মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবী জানান। মহিলারা বলেন আজ আমাদের বাড়িতে কোনো পুরুষ নেই আমাদের ছেলে সন্তান নিয়ে একা বাড়িতে রাত পোহাতে হচ্ছে। অন্য দিকে পুলিশ এসে আমাদেরকে হয়রানি করছে। ৫ সেপ্টেম্বর বুধবার বনবিভাগের কর্মকর্তারা পূর্ণা ছড়ার বাধ কেটে ফেলে এলাকাবাসী বাঁধা দিলে বনবিভাগের লোকজন গ্রামবাসীর উপরে নির্বিচারে গুলি চালায় এ সময় আমাদের ৩জন লোক গুলিবৃদ্ধ সহ বেশ কয়েকজন লোক আহত হন। সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহবান জানাই।
এ সময় মানবন্ধনে উপস্থিত ছিলেন ছালেহা বেগম, মরিয়ম বেগম, দিলারা বেগম, বিলকিছ বেগম, আলেমা, জিলেখা, চম্পা, রায়না, নাজমা, পারভিন, আসমা, ফাতিমা, খয়রুন, মায়ারুন, সেলিনা, পান্না, এমরানা,আফিয়া, রুকছানা, রুহেনা, আফতারুন, রুকিয়া, আফিয়া, নেহার,সায়েদা, পিয়রা, খালেদা, রুকিয়া, রাহেলা, ফাইমা, আনোয়ারা বেগম, আমিনা, দিলারা, জয়নব, আসমা, শারমিন, ময়নুন, রাজিয়া, সাফিয়া, তাসলিমা, ফাইমা, গুলেছা, ছামিরুন, জায়দা, নাজমা, ছালেয়া, সুরেতুন, রাজিয়া, লায়লা, রাশেদা, রায়না, বেদেনা, খুদেজা বেগম, তাহেরা, ফাতেমা, রুনা, মনি, সায়না, সায়া, আলয়া, ইয়ারুন, সিলিকা, তাহেরা, সায়না মারিয়া, আম্বিয়া, আয়শা বেগম, শিরিনা, আনয়ারা, সুফিয়া, মনই বিবি, অলিমা, খাতিবুন নেছা, খুদেজা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি