ওসমানীগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপি তথ্য ও সেবা কেন্দ্রে চুরি সংগঠিত হয়েছে। ইউপি চত্বর থেকে নম্বর প্লেট বিহীন একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
ইউপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে একাধিক চোর তথ্যকেন্দ্রে প্রবেশ করে সেখানে থাকা একটি ল্যাপটপ কম্পিউটার, দু’টি মনিটর, একটি ইন্টারনেট মডেম ও একটি প্যানড্রাইভ নিয়ে যায়। এ সময় নৈশপ্রহরীর তাড়া খেয়ে তারা নম্বরবিহীন একটি মোটরসাইকেল ফেলে যায়। দয়ামীর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ লেচু চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, তাড়া খেয়ে চোরেরা একটি মোটরসাইকেল ফেলে গেছে। যা বর্তমানে ইউপি জিম্মায় রয়েছে।
ওসমানীনগর থানার ওসি আলী মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করলেও তখন চুরির বিষয়টি পুলিশকে অবগত করা হয়নি। তাই ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। এখনো কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়নি।