বানিয়াচং থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বানিয়াচংয়ে পেঁয়াজের দাম বেশি রাখায় ৩ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বড়বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এবং সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি।
এসময় বানিয়াচং থানার এসআই (উপ-পরিদর্শক) আব্দুস ছাত্তার এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে বাজারে নির্ধারিত প্রতিকেজি পেঁয়াজের দাম ৪০ টাকার পরিবর্তে ৭০ টাকা দরে বিক্রি করায় আমীর হোসেন মিয়াকে ১০ হাজার, আওলাদ মিয়াকে ১০ হাজার এবং মুহিবুর মিয়াকে ৫ হাজারসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মাসুদ রানা বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে পেঁয়াজের দাম বাড়াতে না পারেন সেজন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি হঠাত ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার খবর শোনেই একদিনের ব্যবধানে বানিয়াচংয়ের কতিপয় অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম প্রতিকেজিতে ২৫ থেকে ৩০ টাকা বাড়িয়ে দিয়েছেন।