শরৎ মানে অক্টোবর ১৩, ২০১৮ 37 Facebook Twitter Pinterest WhatsApp শওকত আলী শরৎ মানে নীল গগনে সাদা মেঘের ভেলা, শরৎ মানে নদীর তটে কাশ কন্যারর খেলা। শরৎ মানে মাটে মাটে আমন ধানের চাষ, শরৎ মানে পাখী উড়া শঙ্খচিল আর হাস, শরৎ মানে বিলে-ঝিলে নানা রঙ্গের ফুল, শরৎ মানে কাশে ভরা নদীর উভয় কূল।