কবির কাঞ্চন
লুকোচুরি খেলে রবি
মেঘের ফাঁকে ফাঁকে
কখনও মেঘ কখনও বৃষ্টি
এই দেশেরই বাঁকে।
মন ছুটে যায় নদীর চরে
কাশফুলেরি টানে
ঝির বাতাসে পরান জুড়ায়
বৃষ্টিভেজা গানে।
শিল্পী আঁকেন দেশের ছবি
দেহ ও মন জুড়ে
হিজল বনের পুষ্পরাজি
লালে লালে পুড়ে।
গাছের ডালে মুগ্ধ পাখি
কিচিরমিচির ডাকে
বাংলাদেশের রূপের ছবি
শরৎকালে আঁকে।
প্রজাপতি ফড়িং ওড়ে
মাঠেঘাটে বনে
খোকাখুকি ছন্দে মাতে
ফড়িংছানার সনে।
করচ গাছের পাতাগুলো
বুনে নবজাল
বাংলা পরে সবুজশাড়ী
যখন শরৎকাল।