শ্রাবণের মেঘমালা

85

আবু আফজাল সালেহ

মেঘমালা উড়ে যায়
শ্রাবণবৃষ্টি বাতাসে
তুলার ন্যায় পাজাকরা মেঘ সাথে নিয়ে।
দেখি তোমার ঠোঁটের একচিলতে হাসি-
যেন হারিয়ে দিয়েছ খ্যাতিমান কোন এক পুরুষকে!
মেঘমালা ওড়ে- হাসির ফোয়ারা বাড়ে তোমার
শ্রাবণের অঝোর বৃষ্টি আসে আশির্বাদ হয়ে তোমার
যেন স্বর্গসুখ পেয়ে গেছ!

শ্রাবণের মেঘমালা আর তোমার হাসি
মিলেমিশে একাকার।