গোলাপগঞ্জে নির্মাণাধীন শিক্ষা প্রতিষ্ঠান ভবন ধসের ঘটনা ॥ শিক্ষামন্ত্রীর ক্ষোভ, প্রকৌশলীকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

35

গোলপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম Untitled-1 copyনাহিদ এমপি। মঙ্গলবার দুপুরে মুঠোফোনে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান উপজেলার ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা কোনভাবে মেনে নেয়া যায় না। এ ঘটনা সংশ্লিষ্টদের দায়িত্বজ্ঞানহীন কাজের প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন। সৃষ্ট ঘটনা দ্রুত তদন্ত করে বিহিত ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের জন্য তিনি শিক্ষা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন বলে জানান। শিক্ষামন্ত্রী জানান গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাসহ দেশের কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন কাজে কোন গাফিলতি ধরা পড়লে তা সহ্য করা হবে না। সরকারের উন্নয়ন কাজ তদারকি ও তরান্বিত করতে তিনি নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের আহবান জানান।