স্টাফ রিপোর্টার :
নগরীর ৬নং ওয়ার্ডে চৌকিদেখী এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়- বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দুটি মোটরসাইকেল দিয়ে দুর্বৃত্তরা এসে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের ৬নং ওয়ার্ডের চৌখিদেখি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ করে সাথে সাথে লোকজন জড়ো হলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বিস্ফোরণে পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন বদর উদ্দিন আহমদ কামরান। এ সময় তার সাথে ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
ছাত্রলীগ নেতা আফজাল জানান, দু’টি মোটরসাইকেলে করে এসে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। অপরদিকে, ককটেল বিস্ফোরককারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।