গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সন্তান হিসেবে আপনাদের সাথে আমার নাড়ীর সম্পর্ক। মানুষের জীবনমান উন্নয়নই আমার একমাত্র রাজনৈতিক লক্ষ্য। গোলপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর জন্য জীবন উৎসর্গ করতে চাই। বুধবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার কর্মরত সংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, সারাজীবন পরিচ্ছন্ন রাজনীতি করে গেছি। কোনদিন আমার বিরুদ্ধে কোন ধরণের দুর্নীতি বা অনিয়োমের কোন অভিযোগ নেই। তিনি চেল্যাঞ্জ ছুড়ে বলেন এ ধরণের কোন অভিযোগ প্রমান করতে পারলে আামি আপনানাদের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত। আমার পরিবারের সবাই প্রবাসে থাকেন। কিন্তু আমি দেশ, মাটি এবং এলাকার মানুষের জন্য রাজনীতি করে যাচ্ছি। আমার একটি উদ্দেশ্য গরীব দুঃখী মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে যদি কিছু কাজ করে যেতে পারি সেটিই আমার পরম পাওয়া। গোলাপগঞ্জ পৌরসদরের একটি রেষ্টুরেন্টে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিয় সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, জেলা যুবদলের সভাপতি এমএ মান্নান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান নসিরুল হক শাহিন, জেলা বিএনপি সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক ছালিক আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমন মহি, উপজেলা যুবদলের সভাপতি কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামনা উজ্জল, জেলা বিএনপির উপদেষ্টা আতাউর রহমান উতু, জেলা বিএনপি সদস্য আক্তার হোসেন জাহেদ, চেয়ারম্যান রুহেল আহমদ, এডভোকেট জুবায়ের আহমদ খান, এডভোকেট আহমদ রেজা, সিদ্দিক আহমদ, মছরুহ আহমদ, আব্দুল জলিল সেলিম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হোসেন পুতুল, পৌর বিএনপি সভাপতি আবু নাসের পিন্ট, ফুলবাড়ি ইউপি বিএপি সভাপতি গোলাম আজম সাইস্তা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর ইউপি বিএনপি সভাপতি হাজ্বী আব্দুল জলীল সেলিম প্রমুখ। গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক সেলিম হাসান কাওছার, দৈনিক সিলেট বাণীর গোলাপগঞ্জ প্রতিনিধি জাহেদুর রহমান জাহেদ, সবুজ সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল কুদ্দুছ, শুভ প্রতিদিনের আলমগীর হোসেন রুহেল, সাংবাদিক রতন মনী দন্দ্র, সুহেদ আহমদ, আহাদ আহমদ, আব্দুল জলিল, জালাল আহম চৌঃ, মাহবুব আহমদ, মানচিত্র প্রতিনিধি খালেদ আহমদসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ।