আয়শা সাথী

23

অধরা চন্দ্রাবিলাস :

তাকে নিয়ে একসাথে – একধ্যানে
কখনো মাঘী পূর্ণিমায় জোৎস্না মেখে
পূর্ণচন্দ্র গাহন করা আমার হয়ে ওঠেনি!
তবে এটা নিয়ে আক্ষেপ বা অভিযোগ
কোনটাই আমায় ছোঁয়নি কখনো,
ভালোবাসায় সিক্ত চন্দ্রাবিলাস
সব চন্দ্রাবতীর কাব্যে লেখা হয়না।

হয়তো, এমন চন্দ্রাবিলাসী অভিলাষ
বিধিলিপির নির্মমতায় কখনোই আসবে না,
তবুও আমি আশার ভেলায় বেসাতি গড়ি!
তার সাথে প্রেম করার ইচ্ছা ছিলো না;
ইচ্ছে ছিলো তার প্রেমে পড়ার।
পড়েছি, একটু একটু করেই পড়েছি ;
অনেকটা প্রেমে পড়েছি….
একটু একটু করে তার
সবটার প্রেমে পড়েছিলাম!
আলাদা আছি;বহু দূরে আছি;
যোজন-যোজন দূরে। তাতে কি?
অধরা চন্দ্রপুকুরে তো আজো পাশাপাশি !